চামড়ার জিনিস সব সময়ে একটি নির্দিষ্ট বাক্সে রাখুন। তবে দুই সপ্তাহ অন্তর বাক্স থেকে বের করে খোলা জায়গায় রাখুন। এতে জিনিসটি ভাল থাকবে।লেদারের জিনিস কখনো ভাঁজ করবেন না। এতে জিনিসটির উপরে স্থায়ী দাগ পড়ে যাবে। এছাড়া লেদারের ব্যাগ হলে তা ফাঁকা না রেখে খবরের কাগজ বা বাবল র্যাপ ভরে রাখুন। এতে ব্যাগের শেপ কখনোই নষ্ট